১০ টাকায় ৪০ মিনিট রবি

আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ১০ টাকায় ৪০ মিনিট রবি এই প্যাকেজটি বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে খোঁজার চেষ্টা করেছেন কিন্তু তা সঠিক তথ্য বের করতে পারেননি। তাই আজকে আমরা এই পোস্টের মাধ্যমে জানবো ১০ টাকায় ৪০ মিনিট রবি এই প্যাকেজটি সম্পর্কে। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে পোস্টটি খুব মনোযোগ সহকারে আপনার মূল্যবান সময় নিয়ে পড়বেন।
১০ টাকায় ৪০ মিনিট রবি

ভূমিকা

আমরা সকলেই মেগাবাইট প্যাকেজ কেনার জন্য বিভিন্ন সিমের অফার খুঁজে বেড়ায় যেমন ধরুন, গ্রামীনফোন, এয়ারটেল, বাংলালিংক এবং রবি সহ বিভিন্ন সিম। আর আজকে আমরা ১০ টাকায় ৪০ মিনিট রবিতে কিভাবে নিতে হয় কোন কোড ডায়াল করলে এই অফারটি খুব সহজে নিতে পারবো এবং কোন কোডের মাধ্যমে আমরা মেগাবাইটের ব্যালেন্স জানতে পারবো সেসব সকল বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলের আলোচনার মাধ্যমে সহজে জানতে পারবেন।

  ১০ টাকায় ৪০ মিনিট রবি

       মিনিট

              টাকা

          কোড

       মেয়াদ

৪০ মিনিট

১০ টাকায়

*866*02#

এসএমএস এর মাধ্যমে

১০ টাকায় ৪০ মিনিট রবি এই প্যাকেজের অফার সকল রবি সিম সিম ব্যবহৃত গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। কিন্তু এই কোডটি ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন এই অফারটি আপনার রবি সিমের জন্য প্রযোজ্য কিনা। 

রবিতে মিনিটের অফার

        টাকা

        মিনিট

        মেয়াদ

৫৯

৮৭

৭ দিন

৪৩

৬৬

৪ দিন  

১৪৬

২১০

৩০ দিন

৬৪

১০০

৭ দিন

২৭

৪৪

২ দিন

১৯৯

৩২০

৭ দিন

উপরের সকল মিনিট কিনতে হলে রবির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে কোড ডায়াল করে কিনতে হবে।

আরো পড়ুনঃ লিভারের হজম শক্তি কমে গেলে কি হবে

রবিতে মিনিটের কোড সমূহ

         টাকা

        মিনিট

         মেয়াদ

          কোড

৮ টাকা

১০ মিনিট

৬ ঘন্টা

*0*1#

২৭ টাকা

৪২ মিনিট

২৪ ঘন্টা

*0*2#

১৪ টাকা

২১ মিনিট

১৬ ঘন্টা

*0*2#

৬৪ টাকা

১০০ মিনিট

৭ দিন

*0*5#

৩৪ টাকা

৩৭ মিনিট

২৪ ঘন্টা

*0*14#

৯৯ টাকা

১৬০ মিনিট

৭ দিন

*0*6#

৪৯৭ টাকা

৮০০ মিনিট

৩০ দিন

*0*8#

২০৭ টাকা

৩৪০ মিনিট

৩০ দিন

*0*7#

৩০৭ টাকা

৫০০ মিনিট

৩০ দিন

*0*10#

৪৩ টাকা

৬৭ মিনিট

৪ দিন

*0*4#

 ১৯৯ টাকা

৩২৫ মিনিট

৩০ দিন

*0*15#

১৯৪ টাকা

৩১৫ মিনিট

৩০ দিন

*1*18#

রবিতে মিনিট এবং জিবি নেয়ার কোড সমূহ

           টাকা

          মিনিট+জিবি

        মেয়াদ

          কোড

৪৯৯ টাকা

   ১৮ জিবি+৪৫০ মিনিট

৩০ দিন

রবি সিমের ওয়েবসাইটে

১৪৪ টাকা

  ২৩০ মিনিট+৫১২ মিনিট

১৫ দিন

*0*9#

২৯৯ টাকা

    ৩ জিবি+২০০ মিনিট

২৮ দিন

রবি সিমের ওয়েবসাইটে

১৫৮ টাকা

    ২ জিবি+১৫০ মিনিট

৩০ দিন

রবি সিমের ওয়েবসাইটে

১৪৯ টাকা

    ৪ জিবি+১০০ মিনিট

৭ দিন

রবি সিমের ওয়েবসাইটে

৩৪৮ টাকা

    ৫৬০ মিনিট+১ জিবি

৩০ দিন

*0*11#

৫৭৪ টাকা

     ৯৫০ মিনিট+১ জিবি

৩০ দিন

*0*12#

২৯৮ টাকা

   ৪৯৫ মিনিট+৫১২ এমবি

৩০ দিন

*0*16#

২৮৮ টাকা

   ৪৭০ মিনিট+৫০০ এমবি

৩০ দিন

*0*17#

৫৭৪ টাকা

    ১৬০০ মিনিট+৫ জিবি

৩০ দিন

*0*13#

আরো পড়ুনঃ লিভারের হজম শক্তি কমে গেলে কি হবে

রবি সিমের মূল ব্যালেন্স দেখার কোড

রবি সিমের মূল ব্যালেন্স দেখতে হলে*222# এই কোডটি ডায়াল করতে হবে তাহলে আমরা মূল ব্যালেন্স দেখতে পাব।

রবিতে ইন্টারনেটের ব্যালেন্স চেক করার কোড

আমরা এখন জানব রবি সিমের ইন্টারনেট ব্যালেন্সের জন্য কোন কোড ডায়াল করতে হয়। রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য (*844*88#) এই কোডটি ডায়াল করতে হবে।

রবি সিমের এসএমএস চেক করার কোড

*222*11# এই কোডটির মাধ্যমে আমরা রবি সিমে কতগুলো এসএমএস আছে তা স্পষ্ট ভাবে দেখতে পারব। 

আরো পড়ুনঃ লিভারের হজম শক্তি কমে গেলে কি হবে

রবিতে মিনিট চেক করার পদ্ধতি

রবি সিমে মিনিট দেখতে চাইলে আমরা*0# এই কোডটি ডায়াল করে কত মিনিট আছে তা দেখতে পারবো।

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার উপায়

আমরা রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স সম্পর্কে কিছু ধারণা থাকলেও সম্পূর্ণ ধারণা নেই। আমরা অনেকে জানিনা রবি সিমে সর্বনিম্ন ১২ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স পেতে পারি।আপনারা আপনাদের নিজস্ব রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স পাবেন কিনা তা যাচাই করতে *8# এই কোডটি ডায়াল করুন এবং দেখুন আপনাদের সিমে ইমারজেন্সি ব্যালেন্স পাবেন কিনা।

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্সের কোড হলঃ *123*007# আর ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে হলে 222# অথবা *1# ডায়াল করুন। এবং রবি সিমে ইমারজেন্সি মিনিট নিতে *123*008# ডায়াল করুন।

শেষ কথা

আমি আশা করি আপনারা এই আর্টিকেলের মাধ্যমে কিভাবে রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নিবেন কিভাবে রবি সিমে ইমারজেন্সি মিনিট লোন নিবেন এছাড়াও রবি সিমের বিভিন্ন এমবি, মিনিট সহ নানা ধরনের তথ্য জানতে পেরেছেন।

আর আপনাদের রবি সিমের বিভিন্ন কোড সম্পর্কে সমস্যা হবে না কেননা আমরা এই পোস্টে সকল ধরনের মিনিট, ব্যালেন্স এবং এমবির বিভিন্ন কোড টেবিল করে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর তাই আশা করছি আজকের এই পোস্টটি আপনার এবং আপনাদের সকলের জন্য অনেক উপকৃত হবে। আর আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আপনার মূল্যবান সময় নিয়ে সুন্দর ভাবে আমাদের এই পোস্টটি পড়ার জন্য ।







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url