বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

আমরা জানি বর্তমানে বিকাশ, রকেট ও নগদের মতো লেনদেনের জনপ্রিয় আরো একটি মাধ্যম আছে সেটি হচ্ছে উপায়।উপায় হচ্ছে একটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) যা একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের প্রতিষ্ঠান। আর আমরা জানবো কিভাবে বাটন মোবাইলেউপায় অ্যাকাউন্ট খোলা যায়।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম



তবে কিছু ক্ষেত্রেশর্ত প্রযোজ্য রয়েছেসেটি হচ্ছে, বাটন ফোনে উপায় একাউন্ট খোলার পদ্ধতি নির্ভর করবে সকল সিম অপারেটরের উপর। কেননা বর্তমানে কিছু কিছু সিম অপারেটর থেকে NID কার্ড ছাড়াই বাটন ফোনে উপায় একাউন্ট খোলা সম্ভব। তবে মনে করি খুব দ্রুত সকল সিম অপারেটর থেকে এই সেবা গ্রহণ করতে পারবো।

ভুমিকা

আমাদের আগে লেনদেনের কোন মাধ্যম ছিল না ধীরে ধীরে প্রযুক্তি উন্নয়নের পরে আমরা একের পরে লেনদেনের মাধ্যম পেয়েছি যা আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছেন। আজকে আমরা উপায়ে একাউন্ট বাটন ফোনে কিভাবে খুলতে হয় তা সম্পর্কে বিস্তারিত জানব তাই আশা করি সম্পূর্ণ লেখাটি ধৈর্য সহকারে পড়বেন।


বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার জন্য প্রথমে *268# ডায়াল করব এবং ফোনে থাকা সিম অপারেটর থেকে NID তথ্যের অনুমতি দেওয়ার জন্য 1 চেপে YES দিব। তারপর উপায় থেকে আসা পিন সংগ্রহ করব এবং তা বসিয়ে নতুন পিন সেটআপ করতে হবে।এভাবে আপনি খুব সহজে বাটন ফোনে উপায় একাউন্ট খুলে ফেলতে সক্ষম হবেন।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার ক্ষেত্রে সিমাবদ্ধতা 

আমরা বাটন ফোনে উপাই একাউন্ট খোলার পরে স্টেপটি হলো ফেইস ভেরিফিকেশন। আর ভেরিফিকেশন ছাড়া আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব। আর আমরা সকল ধরনের সুযোগ সুবিধা নিতে হলে উপায় অ্যাপ ডাউনলোড করতে হবে অন্যথায় নিকটস্থ জেলার উপায় এজেন্ট কাস্টমার কেয়ারের সাহায্য নিতে হবে।

উপায় অ্যাপস ডাউনলোড করার পদ্ধতি

আপনি খুব সহজে আপনার ফোনে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। উপায় অ্যাপ ডাউনলোডের জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোর গিয়ে Upay লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথম আসতে চলে আসছে। এবং সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করবেন।

উপায় অ্যাপের ডায়াল কোড

উপায় অ্যাপসের ডায়াল কোডটি হল *268#, আপনি এই কোটি ডায়াল করে আপনার উপায় একাউন্টের সকল ধরনের যাবতীয় তথ্য ও সুবিধা উপভোগ করবেন।

উপায় অ্যাপের মাধ্যমে ফেস ভেরিফিকেশন কোথায় কিভাবে করা যাবে

আমরা জানি উপায় অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করে ওপেন করার সময় ফেস ভেরিফিকেশন করা যায় অথবা আপনি চাইলে উপায় কাস্টমার সার্ভিস কেয়ার সরাসরি গিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারেন কিংবা তাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

শেষ কথা

সবদিক দিয়ে বিবেচনা করে বলা যায় আমাদের লেনদেনের সবচাইতে সহজ মাধ্যম এর মধ্যে রয়েছে উপায়। এই উপায়ের মাধ্যমে আমরা আমাদের লেনদেনকে আরো সহজভাবে করতে পারেন। উপরের দেখানো মাধ্যমগুলোর সাহায্যে আপনারা সহজেই আপনার বাটন ফোনে কিংবা আপনার স্মার্টফোনে উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই আর্টিকেলটি মনোযোগ সহকারে করার জন্য । আসসালামু আলাইকুম। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url